বউ বাড়ি নেই বল্টু মিয়ার
লাগায় ঘরে তালা,
চাবি নিয়ে খেলতে গেলো
নেই কোনো তার জ্বালা।


বাড়ী থেকে একটু দূরে
বল্টু খেলে গিয়ে,
খেলছে খেলা খুব আনন্দে
বন্ধু সকল নিয়ে।


বাড়ী থেকে খবর এলো
বুঝলো কি তার মানে!
ঘরে নাকি লাগলো আগুন
খবর গেলো কানে।


মনের সুখে খেলছে খেলা
হাত ছুড়ে দেয় তাসে,
মাথা ঠুকে বল্টু তখন
দাঁত দেখিয়ে হাসে।


লাগুক আগুন আমার ঘরে
আমি কি আর ভাবি!
হাত তুলে কয় এই দেখে যা
কাছে আমার চাবী।


অট্টহাসি থামায় কে যে
বল্টু শুধু ভাবে,
কাছে চাবী থাকলে আগুন
কেমনে ভেতর যাবে?