চাঁদের পাশে তারার আলো
কী মনোরম জ্বলছে
আর কি যেন বলছে
রাত্রি শেষে জ্যোতি যে তার
নিবুনিবু ঢলছে।


চাঁদ দেখে ওই চোখের তারা
মিটিমিটি হাসছে
মেঘের মতো ভাসছে
বিরহী চোখ সংগোপনে
উদাস হয়ে আসছে।


চাঁদের খাঁজে মায়ের হাসি
কী ঝলমল রূপ সে
প্রিয় আমার খুব সে
চাঁদকে না দেখলে সেদিন
মন হয়ে যায় চুপসে।


চাঁদে ভাসে মায়ের ছবি
চাঁদ ফেলে তার দৃষ্টি
মায়া করে সৃষ্টি
ওই আকাশে ফিরলে চোখে
আসে সুখের বৃষ্টি।