একটা দুটো তিনটে তারা
রাত্রি জেগে দেয় পাহারা
জোসনা ফেলে চাঁদ,
দূরাকাশে তারার আলো
ওই দেখো ওই কে জ্বালালো
মাঝখানে নেই খাদ।


চাঁদের থালা রূপোর চাদা
তাইতো গায়ের রংটি সাদা
গোমড়া করলে মুখ
দেখায় এতটুক
তারারা সব চাঁদের দাদা
তাইতো শুরু চাঁদের কাঁদা।


রাতের গায়ে জোনাক জ্বলে
চাঁদের আলোয় ঝোঁপের তলে
ঝাকে ঝাকে দলে দলে
তাই এসেছি দেখবো বলে।