চাঁদের বাঁকা ফালি এলো আকাশ তলে নিচে
আমরা এলাম দল বেঁধে সব সেই ফালিটার পিছে।
ঢাক গুড়গুড় হুড়মি হুড়ুম
ঢোল বাঁজেরে গুড়ুমগুড়ুম
রাস্তা-পথে-ঘাটে
চাঁদের সাথে রাত তারারা তালিম দিয়ে হাঁটে।


চোখ দুটো ওই আকাশ পথে কত চোখের সাথে
চাঁদ মামাকে দেখে কত ছেলেমেয়ে মাতে
এ চাঁদ সবার চোখের মনি
তিরিশ দিনে কেবল গণি
আসবে শাওয়াল কবে-
ঈদের মজা কত্ত খুশি কাল এলে তাই হবে!


পুরোমাসে কী মনোরম গরীব-ধনী পাশে
তারাবি আর ইফতারীতে খুশবো যেন ভাসে
ধৈর্য্য শেষে মিলনমেলা
আস্তে করে ফুরোয় বেলা
ঘোমটা দেওয়া রাতে-
চাঁদের চিকন হাসি আমার করলো পাগল তাতে।


লাল কালারে মেহেদি রেঙে সকাল হবে কখন
নতুন জামা-জুতো পরে মাঠে যাবো যখন
মিষ্টি হেসে কোলাকুলি
সবার মুখে মধুর বুলি
নামাজ শেষে হেসে-
মিলবো হাজার বন্ধু নিয়ে মধুর পরিবেশে।