আরে! কে, কে? সুড়সুড়ি দিস্ কান
বলেই মুখে পুরতে গেলো ধান!
ধান থেকে এক ফড়িঙ উড়ে গায়
বললো- কিরে! করিস ছাগল, হায়!


ধান খেয়েছিস! বাদ রেখে ওই ঘাস!
এবার দেখি ধান কেমন-ই খাস!
আরে! আবার সুড়সুড়ি দিস! থাম—
নাম্ এখনই! কান থেকে তুই নাম-


ফড়িঙ লাফায়, হাঁটে, চাটে পিঠ
ছাগলছানার মেজাজই খিটমিট!
ফড়িঙ লাফায় যায় ছাড়িয়ে গাছ
দেখছে তারই তিড়িংবিড়িং নাচ।


লাফায় ছাগল ডলে-ঝাঁড়ে পিঠ
পাঁজি ফড়িঙ পড়ে না তো কীট!
দুষ্টু ফড়িঙ হুট করে দেয় লাফ
ছাগলছানা মুক্ত হলো চাপ!