১.
তোমার ভেতর আমায় দেখি
চোখের ভেতর তারা,
বিশাল গাছে জন্মালো প্রেম
বট যখনই চারা।


২.
ঝকরঝকর মতির গাড়ি-
জ্যোতির গাড়ি বুড়ো,
চারশো বিশের ফটিক মিয়ার-
মনটা থাকে উড়ো।


৩.
টাকার কাছে জোকার নাচে
বলের কাছে কল,
স্বজনহারার কজন বোঝে-
আমরা দেখি চল!


৪.
হিংসা-বিবাদ ভাল্লাগে না
দুঃখ-জ্বরা ভাল্লাগে না
সুস্থ সবল থাকলে দেহ-
কিছুই আমার আর লাগে না।