চুল ছিঁড়েছি রাগের বশে খুব
বাজনা বাজে কানের পাশে ঢোল,
মাথার ভেতর ঘ্যানরঘ্যানর ঘ্যান
লবনপোরা ট্যাংরা মাছের ঝোল।


বের করেছি নখে ঘষে রূপ
চমক ভেঙে উঠে গেছে ছাল,
বিষাদ গানে জীবনজুড়ে ঢেউ
ছন্দছাড়া ছন্নছাড়া হাল।


ধুকে ধুকে বুকের বাঁ-পাশ নীল
ঠেকে গেছে দেয়াল পাশে পিঠ,
হঠাৎ নামে কপাল জুড়ে ঘাম
ঘুমহারা চোখ আস্ত দু'খান ইট।


চিন্তা সবার মানুষ যে যাই হোক-
চিন্তাছাড়া কেউ কোথাও নেই,
ধুকে ধুকে বুকের বাঁ-পাশ নীল
সেসব নিয়ে চিন্তা আমার এই-