বুকের ভেতর স্বপ্নগুলো রঙিন কাগজ জুড়ে
প্রিয়তমা লিখছি চিঠি ভালোবাসায় মুড়ে।
মেঘলা আকাশ বন্ধ হলো কিচিরমিচির পাখি
একলা ঘরে জানলা পাশে খোঁজে কি এই আঁখি।
তুমি তখন গাছের পাতায়
উঠছো হেসে রঙিন খাতায়
সঙ্গী হয়ে মনে-
হঠাৎ করে কল্পনাতে হারিয়ে গেলাম বনে।


আগের মতো কেনো প্রিয় পাই না কলেজ গেটে
সকাল থেকে খুঁজি তোমায় বাড়ি ফিরি লেটে।
অপেক্ষাতে সময় চলে স্মৃতির পাতা ঘেটে
আজ ক'টা দিন যাচ্ছে সময় এমনি করে কেটে।
নীল কালারের কামিজ পরে
সামনে এলে হঠাৎ করে
নাম না জানা মেয়ে-
বিষন্ন মন তুমি ভেবে উথলে ওঠে নেয়ে।


স্মৃতির পাতায় তোমার ছবি পড়ে না কি মনে
কতগুলো দিন কেটেছে একলা তোমার সনে।
বৃষ্টি ঝরা দিনে তুমি থাকতে আমার পাশে
খুনসুটি আর গল্পগুলো মনের কোণে ভাসে।
গুমোট দিনে মনের কোণে
স্মৃতির পাতা তাই কি শোনে
লিখছি চিঠির ভাজে-
প্রিয় তোমার কথা আজও ভুলতে পারি না যে।


তোমায় ছাড়া কষ্টে আছি উত্তর লিখে দিও
তোমার চিঠির জন্যে আছি ইতি তোমার প্রিয়।