ওই ওদিকে চুল নেড়ে দেয়
বটের ছায়ায় বেশ
এলোচুলে মৃদুবাতাস
নাড়ে বটের কেশ।


দখিন দিকে বিরাট পাখা
দোল দিয়ে যায় কেউ,
বুকটা শীতল আবেশ ছড়ায়
চৈতী হাওয়ার ঢেউ।


রোদ প্রখরে জীবনখানা
যেই লেগে যায় হাঁপ,
চৈতী বাতাস মলিন করে
সবটা রোদের তাপ।


এই বাতাসে গাইতে থাকে
কোকিল বসে গান,
বিকাল বেলায় রূপ খোলেরে
করতে তাজা প্রাণ।