গাইছে পাখি মিলছে ডানা
সবুজ শ্যামল দেশে,
উঠলো বেজে কি আনন্দ
ডিসেম্বরের শেষে।


নয়টি মাসের যুদ্ধ হলো
শহীদ গাজি কালো-ধলো
কামার,কুমার,জেলে,
করতে স্বাধীন দিয়েছিলেন
রক্ত তাঁদের ঢেলে।


বিজয় হলো ডিসেম্বরে
অনেক ত্যাগের কথা,
তাইতো পেলাম বলা এবং-
চলার স্বাধীনতা।