চোর যায়, হায়! হায়!
ঘর করে শূন্য,
পোড়া চোখে ঘুম এসে
করে দিলো চূর্ণ।


হাড়ি চুরি, গাড়ী চুরি
চুরি হলো কম্বল,
সব চুরি করা শেষে
রাখেনি সে সম্বল।


ধীরে পা'য় হেটে চোর
জোরে পাও চালালো,
ধরে ফেল, ধরে ফেল
এই বুঝি পালালো।


চোর ধর! চোর ধর!
মোড়ে গিয়ে পাঁকড়াও,
নিয়ে গেলো সব কিছু
ধরে টেনে ঝাকরাও!


আজ শীত কন-কনে
জেঁকে এলো ঘুমটা,
কোন ফাঁকে খোলা ছিলো
শুঁয়ে থাকা রুমটা।


চোর নিলো, সব নিলো
বাকী, এই জানটা,
পরা ছিল তাও নিলো
রাখেনি যে মানটা!