ছড়ায় বাজে ঝন ঝনাঝন
ছড়ায় বাজে সুর
ছড়ার ভেলা চড়ে খুকু
যায় সে অনেকদূর।


ছড়ায় বাজে কিচিরমিচির
ভোরের পাখির গান
মিষ্টি ছড়া সেরা ছড়া
ছড়াকারের দান।


ছড়ায় বাজে ঝুমুরঝুমুর
বৃষ্টিজলের নাচ
ছড়ায় ছড়ায় করতে পারি
এই পৃথিবী আঁচ।


ছড়ায় বাজে হাট্টিমাটিম
শামুক টানা বিল
ছড়ায় ছড়ায় আকাশ দেখি
কত্ত খানি নীল!


ছড়ায় বাজে টাক ডুমাডুম
মিষ্টিমুখর দিন
ছড়ার কাছে আমরা সবাই
অনেক বেশী ঋণ!