বেশতো লাগে যখন ডাকে
চড়ুই পাখির ছানা,
দেখতে লাগে কী চমৎকার
ছোট্ট দেহখানা।


চিউক চিউক চড়ুই ডাকে
ছোট্ট-বড় পাতার ফাঁকে
মায়া-মধুর সুরে,
স্বপ্নগুলো যায় যে বুনে
চিকন গলার স্বরটা শুনে
কেমনে থাকি দূরে?


চড়ুই ঘোরে পাতার ভাজে
বোঁটায় ঝুলে ঝুলে,
মধুর খোজে ঠোঁটটি ঢোকায়
রঙ-বেরঙের ফুলে।