লিখলো চিঠি চড়ুইপাখি
টুনটুনিকে নিজে,
ভরা ভাদর আসলো তেড়ে
করবে বলো কি যে!


লিখলো চিঠি কাক-কোকিলের
লিখলো নানা নামে,
লিখলো চিঠি বাগান-মাঠে
গোলাপ ফুলের খামে।


লিখেই চিঠি নিয়ে গেলো
ঝাপটে ছোট্ট ডানা,
চড়ুই পাখি ঘুরছে শুধু
উপর আকাশ খানা।


বৃষ্টি হলো ভিজলো মাটি
হলো তরু তাজা,
করলো চড়ুই,বৃথায় গেলো-
চিঠির জন্য যা-যা।