চড়াই এবং চড়ুই দুজন
বুনলো গাছে বাসা,
গায়ের ও'মে ডিম ফুটিয়ে
আনলো মুখে ভাষা।


খাদ্য খোঁজে চড়াই গেলো
বড়াই করে ধানে
ওদিক থেকে গুলতি এসে
করলো আঘাত কানে।


খালি মুখে কালি মাখা
রক্ত দিয়ে ভিজে
চড়াই এলো বাসায় যখন
করবে চড়ুই কি যে!


পেটের ভেতর ক্ষধার আগুন
রোদের তাপে জ্বলে
বোধের মোমে চড়াই-চড়ুই
বরফ হতে গলে!