হয়ে গেছে ইঁদুরের কান দুটি খাড়া,
ঘরভরে সয়লাব শোন, বলি দাঁড়া-


তাকদুম দুম করে ঢোলগুলো বাজা
ছুঁচোবর আজ যেন সকলের রাজা।
বর সেজে ছুঁচো বেশ গোঁফ নেড়ে হাসে
ভকভক করে গা'র গন্ধটা আসে।
বউ তার পাশ-গাঁ'য় ইঁদুরের শালী,
বর নাম শুনে সব করে গালাগালি।


বিয়ে বাড়ি যত পারো ততবেশী খুঁচো
ভাঙাঢোল ছেড়ে আসে একদল ছুঁচো।
চকচক চেহারাটা চোখদুটো টানা,
দুলহাকে পথে ধরে দিলো কে যে হানা!


ইয়াবড় ডোরাকাটা বাঘ নাকি পুষি-
ছুঁচোবর নেমে থাবা মারে এক ঘুষি।