নাক ডাকে তার ঘড়াৎ ঘড়াৎ
দাদু আমার বুড়ো,
শব্দ শুনে কাঁপতে থাকে
নীল পাহাড়ের চূড়ো।


গভীর রাতে বর্ষাজলে
ব্যাঙ নাকি ওই ডাকে,
ব্যাঙ না সেটা বাদ্য বাজে
বুড়ো দাদুর নাকে।


ও দাদু কেন্ অমন করো
শুনছে নাতি নিলু,
-তোমার নাকের শব্দে কাঁপে
পাঁড়ার লোকের ঘিলু!


এসব শুনে হাসেন দাদু-
বুলায় হাতে দাড়ি,
এই বয়সে বলনা তোরা
অত কি আর পারি!