নদীর জলে ঢেউ তুলে যায়
নাও চালানো মাঝি,
মাঝি তো নয় বন্ধু তারা
সখ জেগেছে আজই।


ঘুরতে এলো সাগর মাঝে
অনেক দিনের সাধ,
কোত্থেকে এক উটকো দানব
দিলো তাতেই বাঁধ।


জলদানবের দাঁতাল মুখে
ঠোঁট নাড়ালো ক'বার,
ধ্বংস মুখে হুংকারে কয়-
মরতে হবে সবার।


আগুন চোখে বিকট জোরে
নাও ভেঙেছে চড়ে,
বন্ধুরা এ' ও'য়ের ঘাড়ে
ডিগ দিয়ে যে পড়ে!


জানের বদল দানব বাবা
-বলো কিযে চাও,
সেটা নিয়েই এবার মতো
ক্ষমা করে দাও!


অনেক বলার পরে দানব
দিলো বুঝি সাঁয়,
শর্ত জুড়ে দিলো তাতেই
তাওতো বাঁচা দায়!


ছুড়েই ফেলো তোমার যা তা
গভীর জলের তলে,
এই সবুরে তোমার মেওয়া
হয়তো যেন ফলে!


যদি না পাই তোমার ছোঁড়া
কোন কিছু জলে,
তোমার মরণ দেখবে সবে
আমার পায়ের তলে।


এক বন্ধু কয়-আমার কাছে
ছোট্ট বুলেট আছে,
দিলাম ছুড়ে মাঝ দরিয়ায়
ভাসিয়ে নিবে মাছে।


দানব ডুবে আনলো সেটা
রক্ষাতো নেই আর,
ওই বন্ধুটার মেরেই ফেলে
মটকিয়ে দিয়ে ঘাড়।


টেনশনেতে অন্য দুজন
লুটিয়ে আছে ভূই,
একজন উঠে ছুড়লো জলে
চিকন-চাকন সুই।


ডুবলো জলে,আনলো তুলে
চকচকে সেই সূচ,
ভাঙলোনা সেই দানবের মন
করলোনা খুঁচখুঁচ।


উপর থেকে আঁছাড় দিয়ে
মারলো তারে ইশ!
এই মরনের চেয়ে ভালো
মুখে নেওয়া বিষ!


কাঁপছে থরেথরে শেষের
বন্ধু যেটা ছিলো,
কি দিবে ওই পানির ভীতর
ফুটছে যেন ঘিলো।


থলের ভীতর ওর স্যালাইন
সমেত ঢালে জলে,
দানবরে কয়-আনতো দেখি
ওরস্যালাইন থলে!


কেমনে পাবে,জলে মেশা
রাগেতে দাঁত খেঁচে,
বুদ্ধি ভালো, তাইতো এযে
রয়ে গেলো বেঁচে!