আকাশ দেখো- সাগর থেকে তুলে আনে পানি
কালোমেঘে গুড়ুমগুড়ুম করে কানাকানি।
বাতাস দেখো- দখিন থেকে আসে কোমল হয়ে
উত্তরে যেই আসে সে যায় কনকনে শীত বয়ে।
পাতা দেখো- সবুজ গাছের রোদের তাপে হাসে
শুকনো যখন হয় পাতাটা পড়ে থাকে পাশে।
বই দেখেছো- স্বরলিপি, কাঠুরিয়া, জেলে
কাঠবিড়ালির গল্প ছড়া কতকিছু মেলে।
জল দেখেছো- সাতার শেখো বড় ভাইয়ের সাথে
মাছ সেখানে কেমন করে গভীর জলে মাতে।
আগুন দেখো- সোনার রঙে জ্বলতে দিলে রাঙে
পোড়ায় বন ও পরিবেশের নিয়ম আবার ভাঙে।


এতকিছু দেখে-শেখো আরও কিছু সাথে
এমনই করে দেখবে বড় হয়েছো কোন রাতে!