দেখছো- দেখো। ওজন কত!
কে আকারে বড়
কম টাকাতে আমার চেয়ে
বড় পশু ধরো!


যার উরুতে গোস্ত বেশী
শরীর ঝুলে ফাঁপা
মোটা-তাজা যাচ্ছে এখন
ফিতে দিয়ে মাপা।


লেজের ঝুটির পশম কেমন
গোস্ত কত কুঁজে
দেখছো- দেখো। আমার চেয়ে-
মোটা পশু খুঁজে।


খোঁজো গরু-ছাগল হাঁটে
দিতে তা কুরবানী,
মনে রেখো মনের পশু
থাকলে পঁচে, পরকালে
টানতে হবে ঘানি!