ডালের ফাঁকে সূর্য হাসে
মৌমাছিরা দুলছে কাশে
বনবনিয়ে যায় পাখিরা
নীলের সাথে মিশে,
দেশ এমনই আগলে রাখে
ভয়টা তবে কিসে?


দখিন দিকের হাওয়ায় ভেসে
পাল তোলা মেঘ যায়রে এসে
ফিরফিরে সব উদাস মনে
লাগে নরম দোলা,
চাষীর বুকে সুখ এনে দেয়
ভর্তি ধানের গোলা।


নদীর ধারে নৌকা সারি
যাচ্ছে বধু বাপের বাড়ি
হুড খুলে বর আড়চোখে চায়
বউয়ের রঙিন শাড়ি,
চারিদিকের প্রকৃতিটা
দেখছে সে রূপ তারই।