সাপের মতো আঁকাবাঁকা পথের দুপাশ ঘিরে,
গাঁয়ের বধু আনে পানি মেঠো নদীর তীরে।
পাখির গানে স্বদেশ আমার প্রতি ভোরে জাগে,
সুর মেলে দেয় দোয়েল-কোকিল নিত্য অনুরাগে।


ব্যস্ত মানুষ যায় বেরিয়ে সূর্য ওঠে ঠেলে,
শত কাজে তখন থেকে মাথা সবার খেলে।
কাজে কাজে বাড়ে বেলা বাইরে থেকে রুমে,
বলবে কি কেউ একটু আগে সবাই ছিল ঘুমে


অলস দেহ চায় যে বিরাম দুপুরবেলার পরে,
কাজেট মানুষ উঠে আসে মাঠ ছেড়ে তাই ঘরে।
পাখির কুজন যায় যে শোনা ঘরের দাওয়ায় বসে,
মৌমাছিরা গান গেয়ে তাই ফুলেফুলে চষে।


আমার দেশে সকাল-সন্ধ্যা আমার মত আসে,
রাতের বেলা দিনের স্মৃতি চোখের কোণে ভাসে।
কুলু কুলু নদীর ভাষা দেশের কথা বলে,
শাপলা ফোটা বিলে দেখি সোনার ফসল ফলে।