সবুজ আঁচল ডাকছে আমায় ডাকুক,
ফড়িঙগুলো থাকছে শুয়ে থাকুক।
মাটি-মানুষ সম্পর্ক বেশ ঠাসা
থরে থরে শুধুই ভালবাসা।
নাবিক যখন হারায় পথের দিশা,
আলোক এসে কাটায় অমানিশা।
সবাই সবার মুখে একই কথা,
কাদের দানে পেলাম স্বাধীনতা!


মুক্তি বড় বিশেষ ভালো নাম ই,
এই জীবনের মতই সে ও দামী।
ঘাস ফুলেরা পথের মাঝে হাসে
দেশকে সে ও অনেক ভালবাসে।