মানবরে খায় আস্ত দানব
নেই তাতেরে মন,
হাত-পা-মুখের নকল এ যে
কেমন মানুষজন!


বুক কাঁপেনা দেখে ওদের
জল ঝরানো চোখ,
কাটেনি বোন-বন্ধু-বাবা-
মা হারানো শোক।


সিরিয়ার ওই কান্না দেখে
যায় ছুটে না মেঘ,
শিশুর খুনে মাতিস ওরে
এতই তোর আবেগ!


রক্তে গড়া লাল কনিকা
সবার দেহে ঠিক,
তবেই কেনো মারিস মানব
ধিকরে তোদের ধিক।