ওই কোণে কালো মেঘ
এই কোণে বেলা,
রোদ পিঠে তেজ হয়ে
করে যেন খেলা।


ধুলিময় ধরাধামে
বিজলীর ছটা,
কুচকুচে মেঘমালা
কালো ঘনঘটা।


বৃষ্টিতে পথেঘাটে
একধারে কাঁদা,
একধারে ধুলোপথে
ধবধবে সাদা।


আচানক আসে ওই
কালো মেঘ বৃষ্টি,
কখনো বা পরিবেশ
এলোমেলো সৃষ্টি।