হড়হড় করে দিন কেটে যায় যাকনা,
আজ মন মনে হয় উল্টানো ঢাকনা।
ঘরে মন পড়ে বলো আর কত থাকবে,
অমূলক কতশত কল্পনা আঁকবে!


কবে হবে নিরসন করোনার হুমকি,
এইভাবে হয়ে যাবো নিজ ঘরে গুম কি!
নিই না যে কতদিন বাতাসের গন্ধ,
এলোমেলো হয়ে গেলো জীবনের ছন্দ।


মাঝে মাঝে খুলে দেখি জানালার বাইরে
কাছে-দূরে পাইনা তো একটুকু ঠাঁই রে।
ঝকমকে দুনিয়ার হীরে-চুনি পান্না
দূর থেকে ভেসে আসে স্বজনের কান্না।


ধুয়ে নাও করোনাকে আকাশের বিষ্টি,
করো এই দুনিয়াকে মধুময় মিষ্টি।
সতেজতা দিয়ে এই ঢেকে দাও দিনকে,
দাও যত ধুয়েমুছে পুরাতন ঋণ কে।