এই সেরেছে!
ডিম পেড়েছে
পিঁপড়ে নাকি শামুক
কাকে খুঁজি
কেমনে বুঝি
ডিম পাড়াটা থামুক!


ডিমে বসা
পিঁপড়ে, মশা
দূরে শামুক
করুণ দশা
ব্যাঙ রয়েছে ধারে
ইঁদুর দুটি
ছুটোছুটি
শক্ত গিঁটে
ডিমের পিঠে
কেউ কারো না ছাড়ে।


এই সেরেছে
ডিম ছেড়েছে
ফাটল সারা ডিমে
একটু পরে
আলগা করে
বাচ্চারা টিমটিমে।


বের হয়েছে বাচ্চা
পিঁপড়ে না সে
ব্যাঙ ও না সে
শামুক ছানা সাচ্চা!