ডিগবাজীতে দেখায় কেমন
ডিগবাজী খায় 'ড',
ড্যামপূরণে ডাকক পড়েছে
উল্টে পড়ে 'ভ'।


রাগ হলে মুখ ডোল ফুলে রয়
ঠোঁট ফুলে হয় ডিম,
ডোগ ভাঙা ওই ডালে ঝোলে
ডাশা ডালা নিম।


আড্ডাবাজি বাড্ডা গিয়ে
হঠাৎ দিলে ডাক,
ডুকরে কাঁদে বাচ্চা খুকু
ডাকছে ডালে কাক।


ডালিমফুলে মেঘ ডগমগ
ডংকারে দেয় ডাক,
ঝুম ঝুমাঝুম বৃষ্টি ডেকে
চিৎকারে দেয় হাঁক।