দলবেঁধে বাদুড়েরা লেজ নেড়ে চলে
তাই দেখে জোনাকিরা মিটমিটে জ্বলে।
বাঁশঝাড়ে হাঁস ডাকে ভুল করে এসে
চাঁদমামা উঁকি দেয় ফিক করে হেসে।


বেশ পরে দলবেঁধে বক আসে উড়ে
সাদাসাদা ফুল যেন ডালপালা জুড়ে।
ঝিঁঝি পোকা সুর তোলে ক্যারক্যার গানে
কান দুটো ডান-বামে শুধু ধান ভানে।


দলবেঁধে ঘরে আসে লালনীল পাখি
দিনশেষে অবসাদ নামে সব আঁখি।
ছোটছোট জল নিয়ে বয়ে যায় নদী
দলবেঁধে দেখতে রে পারতাম যদি!