পাকাপাকা সাদাসাদা
দোলে কার কেশ,
নদীতীরে সেজে আছে
থমথমে বেশ।


ফুটেফুটে সাদা হাসি
চকচকে কাচ,
ধীরেধীরে বায়ু এসে
করে দেয় টাচ।


মেঘেমেঘে ছড়াছড়ি
তাতে জল নেই,
হাটুজলে নদীভরা
নেমে ডুব দেই।


উড়ে এসে জলে বসে
ওই বালিহাঁস,
চেয়ে থাকে হাসি মুখে
তুলতুলে কাঁশ।