সবুজ বনের ধার
লাগে চমৎকার
দেখলে লাগে শরীরজুড়ে
কীসের শিহরণ
অদম্য এই ইচ্ছে আমার দমিয়ে রাখে মন।


জোনাকপোকার ঝাড়বাতিতে মিষ্টি হাসে রাত
জোছনা তখন বৃষ্টি ঝরায় যায় সরে তার হাত!
পিঠ মুড়িয়ে আস্ত সকাল সূর্য রাঙায় ভোর
ডলতে গেলে চোখের কোণায় যায় কেটে সব ঘোর।
দিন গড়িয়ে হেলতে থাকা সূর্য যখন লাল
সন্ধ্যা হয়ে রাত এলে চোখ গোটায় আবার জাল।
এর মাঝে সুখ-দুঃখ মাখামাখি নিয়ে বেশ
ফড়িং জীবন লাফ দিয়ে হয় একটু করেই শেষ।


ইচ্ছে আমার কত্তকিছু ভাবতে গেলেই মন
দমিয়ে রাখা হলোনা আর ইচ্ছে শিহরণ।