দুইটি পাখি ঝগড়া করে
ছোট্ট পাখি দেখে,
ঝগড়া কেমন! ঠোকা ঠুকি
এসব দেখে শেখে।


দুইটি পাখি পড়লো ফাঁদে
ছোট্ট পাখি কাঁদে,
ফাঁদটা কেমন! জড়াজড়ি
ছাড়ায় একটু বাদে।


দুইটি পাখি খাবার আনে
ছোট্ট পাখি খায়,
খাবার কেমন! সুস্বাদু যে
পেটটা ভরে যায়।

দুইটি পাখি ওড়া শেখায়
ছোট্ট পাখি শেখে,
ওড়া কেমন! আকাশ জুড়ে
কেমন যেন ঠেকে!


দুইটি পাখি আদর করে
ছোট্ট পাখির গালে,
আদর কেমন! মধু মায়া
খুশি অন্তরালে।


দুইটি পাখি যেমন চলে
ছোট্ট পাখি চলে,
যেমন কেমন! বাবা মা যে!
রাখে বুকের তলে।