ডাহুক আমার মুখ লুকালো
খেঁলশিয়ালীর বনে,
এলো কেঁশে রক্তজবা
দাগ টেনেছে মনে।


হারিয়ে গেল ছোট্র ঝড়ে
পোষ মানানো পাখি,
কোত্থেকে এক কোকিল এসে
উঠল হঠাৎ ডাকি।


রঙধনুটা হারিয়ে গেল
কালো পরীর দেশে,
নীল আকাশে কাঁশের ভেলা
উঠল তখন হেসে।


ওষ্ঠ জোড়া শুকিয়ে যখন
কাঠ হয়ে যায় বুকে,
দখিন বাতাস আলতো ছোয়ায়
দাড়িয়ে যায় রুখে।


হারিয়ে যায় হারানোর ভয়
অন্ধকারের মত,
পুড়েই পুড়ে বিলিনে যায়
সব পোঁড়ানো ক্ষত।


রোদের আঁচে তপ্ত বায়ু
জীবন করে ভর,
সুখের পরশ বৃষ্টি তখন
ঝরায় যে ঝরঝর।