আমার চোখে সূর্য  ডোবে
সূর্য ওঠে চাঁদও উকি দেয়
মায়ার শহরে এসে আকাশ হয়
তারা ফোটে উল্কাপিণ্ড ঝরে পড়ে
আর নিটোল পাপড়ি খুলে
মেঘ ফেটে ঝরায় আটলান্টিক!


আমি স্থির।
আর চোখের ডাস্ট তুলে
চেয়ে দেখি
চারদিকে ধোঁয়া  ধোঁয়া প্রকৃতি আর
দূষিত ময়লার স্তুপ-