ইঁদুর ছিলো গর্তে বসে
বাদুড় ছিলো গাছে
কিন্তু বাদুড় মুখটা কেনো
অমনি ঝুলে আছে।


বন্ধু হয়ে কথা বলে
ইঁদুর এবং বাদুড়
ইঁদুর বলে বন্ধু তুমি
কেমন যেন যাদুর!


সব পাখিরা ডালে বসে
আকাশ দেখে নাচে
কিন্তু তুমি ঝুলে থকো
উল্টো হয়ে গাছে!


তোমার কি সাধ হয়না সোজা
হয়ে গাছে চড়া
বাদুড় এসব শুনে দুচোখ
হয় যে ছানাবড়া।