চাঁদের হাসি ঈদের হাসি
অনেক অনেক ভালোবাসি
আকাশ যখন দুমড়ে নিচে ফেলে ছায়া চাঁদের
উল্লসিত খুশি আমার হার মেনে যায় বাঁধের।


আমার সাথে রতন,তনু,মিঠু সবাই আছে
কাস্তে বা্কা চাঁদ যেন তাই তিড়িংতিড়িং নাচে।
একটা মাসের শেষে বহুল আকাঙ্ক্ষিত হাসি
নতুন কাপড়-জামা পরে আনন্দেতে ভাসি।


আমার খুশি ভাগ করেছি অসহায়ের মাঝে
মনের ভেতর তাইতো খুশি মিঠেল হয়ে বাঁজে।
চারিদিকে ঈদের খুশির আতশবাজি ফোটে
একটি বছর পরে এ মন এদিকওদিক ছোটে।