ভালোবাসা-প্রীতি-মায়া-বন্ধন যত,
ঈদ এলে সেরে ওঠে হৃদয়ের ক্ষত।
সেরে যায় রেষারেষি ছোট আর বড়,
সমানে সমানে মানুষ যে যাই করো।


ঈদটা এলে ভুলে যাই কে প্রজা-রাজা,
মনগুলো হয়ে ওঠে ফুরফুরে তাজা!
বাড়িগুলো চমকায় লোভনীয় ঘ্রাণে,
খুশিগুলো ঢেউ খেলে সব প্রাণে প্রাণে।


ঈদটা এলে ফোটে ফুল মোহময় ভোরে,
ছেলেময়ে দিনভর খুশিগুলো ছোঁড়ে।
নানা রঙে সাজগোজে  যায় বেলা কেটে,  
আরো কত জামা জুতো বের হয় সেঁটে।


ঈদ জমে মজা করে সব বাড়ি ঘুরে,
ছেলেমেয়ে হইচই করে উড়ে উড়ে।
তবে আজ ঈদখানা চলে গেছে দূরে,
কান্নাটা বুকে এসে খায় কুরে কুরে।