আব্বু আমার নতুন জামা
ঘরে আছে দুটো,
মামা ঈদে কিনে দিবেন
খাবার মুঠো মুঠো।


আম্মু দিবেন হরেক রকম
মিষ্টি মিঠাই রেধে,
রোজ যে খাবার খাইনা আমি
তাই খাওয়াবেন বেঁধে।


থলে ভরে ভরবে ফলে
আমার বাড়িখানা,
ঈদের ভোরে এসব নিয়ে
আসবে আমার নানা।


কিন্তু দুখী একটা ছেলে
পথে পথে থাকে,
হাজার ছেলের তালি জামা
বলবে সেটা কাকে।


আমার ভাগের সাথে তারে
দাওনা ভাগের সুখ,
ঈদের খুশি পাক না সেও
কাটবে তারও দুখ।