ঘুম ভাঙলো মায়ের কোমল টাচে,
জলপরীরা ঝুমুর ঝুমুর নাচে।
মনটা তখন সেদিকেতে টানে,
কত মজার খবর এলো কানে।
আলতো ছোঁয়ায় পা ফেললাম ঘাসে
মুক্তো শিশির মুচকি দিয়ে হাসে।
দু'পা ফেলে যখন মাঠে খেলি,
মা ডেকে কয়,পাগল ছেলে এলি?


একটানা ঠিক পঁচিশ দিনের জিদে,
চকচকে এক পোশাক পেলাম ঈদে।
খুশি দিলো এইতো আমার ধরা,
থাকবেনা দিন আমার কোন জ্বরা।
আমিতো আজ নয়তো কোন বোকাই,
বলবেনা কেউ তুইতো কেবল টোকাই।
সুখী মানুষ আমিতো একজনই,
হয়ে গেছি বোধয় অনেক ধনী।


কে দিয়েছেন দামী পোশাক মাগো,
শুনলে কেনো গোমড়া মুখে ভাগো!