বনের পশু কুরবানী দাও
ঠিক করো আর মন,
ভোগের সুখে সুখ বলোনা
ত্যাগেই হয় জীবন।


কুরবানীর এই ত্যাগ করে দেয়
মনের পশু দূর,
হিংসা-অন্যায়-মিথ্যা-বিদ্বেষ
করে দেয় ভাংচুর।


ঈদটা খুশি সবার মাঝে
বিলিয়ে দেয় সুখ,
ধনী-গরীব এক কাতারে
মেলায় বুকে বুক।