আজকে যেন কেমন কেমন মনটা শুধু লাগে,
সমানভাবে পড়ে যেন ঈদের খুশি ভাগে।
ঈদটা এলে সবার মাঝে কি সুর যেন বাজে,
ঈদটা এলো কাস্তে বাঁকা চাঁদের ফালির ভাঁজে।
ঈদটা এলো একটি মাসের রোজা পালন শেষে,
গাছগাছালি-পশু-পাখি গাইছে হেসে হেসে।
আনমনা এই ধরা বুঝি উঠছে যেন জেগে,
অসত্য আর নিন্দুকেরা যাচ্ছে কোথায় ভেগে।
ঈদটা এলো সুবাস নিয়ে আতরগোলা মেখে,
পাখির ঠোঁটে আদরগুলো নিচ্ছে কারা চেখে।