ঈদটা এলো তপ্ত-জমিন উঠলো যেন দুলে,
সাজলো আকাশ হঠাৎ করে নীল বিছানা খুলে।
ঢেউয়ে ঢেউয়ে উড়ছে পাখি পাখনা দুটি মেলে,
বিরাজ করে খুশির জোয়ার এদিকওদিক গেলে।


ঈদটা এলো ভিজলো হৃদয় অনেকদিনের পরে,
প্রাণটা যেন উঠলো নেচে চাতক যেমন করে।
উঠলো নেচে শিশু-তরুণ নূপুর-ঝুমুর পায়ে,
ঝিরঝিরানো বইলো বাতাস হালকা দখিন বায়ে।


ঈদটা এলো স্বপ্নগুলো সুখের খেয়ায় ভাসে,
মন-আনন্দে সবাই দেখো কেমন করে হাসে।
সবার মাঝে খুশিখুশি ফুলের মতো ফোটে,
টুকরো বুকে সুখের স্মৃতি পাহাড় সমান ওঠে।


ঈদটা এলো এমনি করে হলো নাতো সাধা,
কাঁধেকাঁধে কাঁধ মিলালো থাকলো নাকো বাঁধা।
সবাই সবার আপন আপন সবাই সবার প্রিয়,
এমন ঈদে সবাই সবার বুকে টেনে নিও।