এক যে ছিলো মোটা এবং
এক যে ছিলো মুটি,
ভালোমন্দে ছিলো ভালো
তারা মোটামুটি।
এ দিতো ওর খোঁটা এবং
ও দিতো এর খুঁটি,
সব কাজে বেশ চলতো তাদের
শুধু খোঁটাখুঁটি।


এক যে ছিলো ছোড়া এবং
এক যে ছিলো ছুড়ি
ফালতু কথা বাজে কথা
করতো ছোড়াছুড়ি।
এ নিতো ও'র রেসের ঘোড়া
ও নিতো এর ঘুড়ি
দেখতে তারা নদীর পাড়ে
করতো ঘোরাঘুরি।