দগদগে ক্ষত!
আকাশকে বলেছি,
আমার হৃদয়কে আরো প্রশস্ত করে দাও।
পশ্চিমের বন থেকে তুলে এনেছি দুটো কুমারপ্রেম লতার ফুল,
তার একটা পাতায় ঠোঁট মেলে দিতে ইচ্ছে করেছিলো,তোমাকে দেবো বলে।
বিকেলের সোনালী রোদের আঁচে তোমাকে দিতে গিয়েছি ঝুমকোলতা ফুল,
তুমি অন্যমনস্ক হয়ে গেলে-বুঝলেনা কিছুই আমার!
ফুল তুলতে গেলে, লতারা বলেছে- আমি তোমার স্বপ্নহারিণীকে দেবো অস্পর্শ মধুমিতা ফুল,
গোলাপ কাটা ছেড়ে জড়িয়ে নিলো আমাকে।
রাতের মিটমিটে তারারা দেখছিলো আমার নিত্যকার মতো ব্যথাতুর অশ্রু।
আর,নিঃসঙ্গ রাতের কালো একলা আমায় পাহারা দেয়,
ঘুমপাড়ানীর গান শোনায়,ঝিঁঝি পোকাদের ডাকে চমকে উঠি,আবার জাগি,,ওরা আমার নিঃসঙ্গের সাথী।
ও আমাকে একটুও ভালোবাসেনি।
সব ফুল আমার বুকে কাটার মতো হয়ে খোঁচায়,সারাক্ষণ!


আর কতটুকু ভালবাসলে আমি ওর সঙ্গী হতে পারবো! আর কেমন কষ্ট পেলে তার লাল টুকটুক ঠোঁটের মিষ্টি করা হাসি দেখবো!
দুজনে বসে শত কল্পনার বসন্তের ছবি আঁকবো!
হায় কল্পনা! তুমি কি দেবে না কখনো ধরা!
শুধু,,,,
একাই ভালবেসে গেলাম,,,,