আকাশ ডাকে মেঘ ডুমাডুম
পাতাল দেখি চুপ,
ঝড়ের পরে খুলছে ওদিক
গাছপালাদের রূপ।


ঝুলন্ত ডাল ছোট্ট গাছের
আছাড় মারে সেও,
একটা বাতাস হুমড়ি খেয়ে
এসেই তোলে ঢেউ।


উঠিয়ে নাচায় আবার ফেলে
জোরসে তুমুল ঝড়,
একলা একা থাকি আমি
দাড়িয়ে রাখা ঘর।


সেদিন ঝড়ে আসলো ঘরে
একটা রঙিন ফুল,
ঝড় না সেটা ঘুমের ঘোরে
সেটাই নাকি ভুল।