শতবর্ষের ধন্য জীবন
বন্য জীবন নয়,
লিখে রাখা সন্ধ্যা সাঝে
জীবনটা এই বুকের মাঝে
তাঁহার পরিচয়।


তাঁকে তো আজ সবাই চিনে
কণ্ঠনালীর সুর,
একটা জীবন দিলেন ঢেলে
বাংলাদেশের সোনার ছেলে
ফুটালেন অংকুর।


কর্মগুণে সবার মাঝে
বেঁচে আছেন আর,
শীর্ষে তিনি আলোচনার
সুজলা এই শস্য সোনার-
দেশের রূপকার।


জীবন দিয়ে সোনার বাংলা
দিলেন উপহার,
বঙ্গবন্ধু ফিরলেন নীড়ে
জন্ম থেকে ধীরে ধীরে
একশ বছর পার।