স্যারের অফিস দেয়াল জুড়ে
একটা ছবি দোলে,
আমার রুমে ফুল-পাখি আর
ভীন্ন ছবি ঝোলে।


এসব ছবির মধ্যে দেখি
ওই ছবিটা ভালো,
ওই ছবিটা ছাড়ে দেখি-
ঝলক ঝলক আলো।


বিদ্যালয়ে কত ছবি দেখি,
তাদের ভেতর সেরা বুঝি এ কি!


ওই ছবিটা দেয় সারাখন
মুচকি দিয়ে হাসি,
চশমা পরা ওই ছবিটা
দেখতে ছুটে আসি।


ওই ছবিটার নাম জানোনা কি তা,
সে হলো এই লাখ জনতার পিতা।


তাই নাকি গো- আমার ঘরে
এমন ছবি নেবো,
রোজ সকালে কপাল জুড়ে
চুমো এঁকে দেবো।