একটি গরুর লম্বা শিঙে কুস্তি করে ভালো,
গুতোয় লতা ছিড়ে ফেলে শুকনো গাছের ছালও।
রাগলে পরে হাম্বা ডাকে হাঁকু হাঁকু স্বরে,
কারে যেন আসতে বলে মাথা ঝুঁকে মরে।


এই গরুটি দেখলে পথের কুকুরগুলো ডাকে,
বুঝছি- মধুর ভান্ড নিতে ঢিল ছুঁড়েছে চাকে।
কুকুর দেখে গরু দেখি তিড়িংবিড়িং লাফায়,
ডেকে ডেকে কুকুরগুলো জিভ ঝুলে দে হাঁপায়।


বিড়াল পেলে এই গরুটি রেগে মারে আছাড়,
লম্বা শিঙের দুলনী খেয়ে আশা হারায় বাঁচার।
বড় কিছু দেখলে গরুর শক্তি আসে কমে,
ছোট'র মাঝে যুদ্ধে জেতার সাহস ভারী জমে।