সবুজ পাতার বোঁটা র পাশে
পিঠ উঁচু এক পোকা,
ভাবছে- এমন দেহ নিয়ে
কোথায় যাবে ঢোকা!


ঢুকবে কোথায়, ফুলের ভাজে?
ফুল গুলো বেশ তাজা,
ফুলের রেণু বেশ মনোরম
মসলা দিয়ে ভাজা।


এসব খেয়ে পোকা টা বেশ
অন্য পাতায় ঘোরে,
ঘুরে ঘুরে সুখ টা তারই
মনের ভেতর পোরে।


এই পোকা টি লম্বা বেঢপ
থাকে পাতার পাশে,
পেটে কিছু পড়লে দানা
মন খুলে সে হাসে।