এক চিলতে রোদ
কুচিকুচি মেঘঢাকা নিকেল আকাশ।


আদিম হাওয়ায় চড়ে নামে
টক্সিন বাতাস-
দগ্ধ পৃথিবী, প্রকোষ্ঠ চিরে
বের করে গলিত ফুসফুস!


চকচকে দাঁতে ফ্যালফ্যাল করা
হাসিতে তাকায়
শৃংখলিত নীল বানর


আমি তাকাই শহরের ব্যস্ত গলির দিকে-
একটু স্বাধীন হতে